Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভাসমূহ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

১৩নং আওয়াজ পুর ইউনিয়ন পরিষদ

C:UsersJOHIRU~1AppDataLocalTempmsohtml1�1clip_image001উপজেলাঃ চরফ্যাশন, জেলাঃ ভোলা।

মার্চ/ ১৬ইং মাসের ইউনিয়ন উন্নয়ন সমন্বয় সভার কার্যবিবরণীঃ

সভার তারিখঃ ০১/০৩/২০১৬,

সময়ঃ সকাল ১০ ঘটিকা  

সভার স্থানঃ ইউপি সভাকক্ষ

সভাপতিঃ মোঃ মাহাবুব আলম চেয়ারম্যান ১৩ নং আওআজ পুর ইউনিওন পরিষদ।  

সভায় উপস্থিত ও অনুপস্থিত সদস্যগণের নামের তালিখা পরিশিষ্ট  - ক

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওঃ ওমর ফারুক, গীতা পাঠ করেন শরত চন্দ্র মজুমদার। সভাপতি উপস্থিত সকলকে সাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন।

ক্রঃনং

আলোচ্য সূচি

আলোচনা

সিদ্ধান্ত

দায়িত্ব প্রাপ্ত সংস্থা / ব্যক্তি

০১।

২০১৫/১৬ অর্থ বছরের প্রকল্প বাস্তবায়ন

২০১৫/১৬ অর্থবছরের ৭,৩৫৭৮২ টাকার প্রকল্প বাস্তবায়ন।

প্রকল্পসমুহ অনুমোদনের জন্য উপজেলা BGCCকমিটিতে প্রেরন করা হয়েছে।

চেয়ারম্যান/ সচিব।

০২।

কাবিখা

২০১৫/১৬ অর্থবছরের কাবিখা কর্মসূচীর প্রকল্প বাস্তবায়ন।

৭নং ওয়ার্ডে তছির তাং বাড়ি হইতে পশ্চিম দিকে ডাকুয়ার খাল পর্যন্ত রাস্তা পুঃ নির্মাণ।

ছালেহা বেগম

প্রকল্প সভাপতি

০৩।

কৃষি বিভাগ

গ্রীষ্মকালীন সবজি চাষ, জৈবসার তৈরি ও ব্যবহার। তরমুজ ও আলু চাষ।

জৈবসার তৈরি ও ব্যবহার সম্পর্কে কৃষকদেরকে প্রশিক্ষণ দেওয়া। তরমুজ ও আলু চাষিদের পরামর্শ প্রদান।

উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ

০৪।

স্বাস্থ্য বিভাগ

কমিউনিটি ক্লিনিকে রীতিমত ঔষধ সরবারাহ ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করা।

স্বাস্থ্যকর্মীগণকে  টিকাদান ও কমিউনিটিক্লিনিকে সঠিক ভাবে দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করা হয়।

ইউপি স্বাস্থ্যও প.প স্ট্যান্ডিং কমিটি

 

০৫।

পরিবার পরিকল্পনা বিভাগ

পরিবারপরিকল্পনাকার্যক্রম সম্পর্কে আলোচনা।

ইউনিয়নে মোট সক্ষম দম্পত্তি ......... জন,

পদ্ধতি গ্রহণকারী ........জন, শতকরা হার। পরিবারপরিকল্পনাবিভাগের কার্যক্রম আরো ত্বরান্বিত করার সিদ্ধান্ত হয়।  

বাবু গণেশ চন্দ্র সুতার,

ইউপি প.প পরিদর্শক

০৬।

সমাজসেবা অধিদপ্তর

বয়স্ক ভাতাও বিধবা ভাতার প্রাথমিক তালিকা প্রস্তুত ও হরিজন জনগোষ্ঠীর জরিপ কার্যক্রম।

বয়স্কভাতা বাছাই কমিটি ৭ দিনের মধ্যে প্রাথমিক তালিকা প্রস্তুত কারার সিদ্ধান্ত নেন। হরিজন জনগোষ্ঠী জরিপ কালীন গ্রাম পুলিশ সহযোগিতা করবে।

বয়স্কভাতাবাছাইকমিটি, ও সোহরাব হোসেন, সমাজসেবা মাঠকর্মী।

০৭।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

গভীর নলকূপ মেরামত ও সচল রাখা সম্পর্কে আলোচনা হয়।

নুরনবীর বাড়িরদরজায়ও কাঞ্চনেরবাড়িরদরজায়নলকূপ২টিঅকেজ।অতিসত্বরএগুলোমেরামত প্রয়োজন।

বাবু বিজয় মিত্র, মেকানিক, জনস্বাস্থ্যপ্রকৌশল

০৮।

প্রাণী সম্পদ

অ্যান্থ্রাক্স রোগ নির্ণয়,

হাঁস-মুরগীর টীকাদান সম্পর্কে আলোচনা।

মাঠ সহকারী, প্রাণী সম্পদ এবিষয়ে বিশেষ ভুমিকা রাখার জন্য সিদ্ধান্ত হয়।

আলমগির হোসেন, প্রাণীসম্পদ, মাঠসহকারী

০৯।

বাল্য বিবাহ

বাল্য বিবাহ রোধ ও শিশু শ্রম সম্পর্কে আলোচনা করা হয়।

বাল্যবিবাহরোধে কাজীকে বিশেষ ভুমিকা রাখার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।

কাজী মোঃ ইলইয়াছ হাফেজ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার।

 

 

১০।

আহসানিয়া মিশন

স্যানিটেশন কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।

ঢাকা আহসানিয়া মিশন স্যানিটেশনের উপর নীলকমল ইউনিয়নে ৮ টি সরকারী প্রাঃ বিদ্যাঃ ও নুরুল আমিন মাঃ  বিদ্যাঃ কাজ করিতেছে। কাজের গুণগত মান ভাল করার জন্য অনুরোধ করা হয়। 

মোঃ হুমায়ুন কবির, সমন্বয়কারী ও স্কুল ব্যবস্থাপনা কমিটি।

১১।

কোস্ট ট্রাস্ট

নিরাপত্তার ন্যায় বিচার ও C4D প্রকল্প সম্পর্কে আলোচনা করা হয়।

নিরাপত্তার ন্যায় বিচার প্রকল্পে এই পর্যন্ত ১৫ টি অভিযোগ পাওয়াগেছে বলে জানানো হয়। ও C4D প্রকল্পে গনসচেতনতা তৈরি করতে কাজকরে।

সেলিনা আক্তার ও সবুজ চন্দ্র

১২।

আনসার ও ভি.ডি.পি

আইন শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করা হয়। আইন শৃঙ্খলা মোটামুটি সন্তোষ জনক বলে জানানো হয়।

আইন শৃঙ্খলা আরও উন্নতি করার জন্য ভি.ডি.পি ও গ্রাম পুলিশদেরকে তৎপর হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

মোঃ শাহাবুদ্দিন, ইউনিয়ন ভি.ডি.পি দলনেতা ও মোঃ জাহাঙ্গীর দফাদার

১৩।

ভি.জি.ডি

ভি.জি.ডি গম সঠিক ভাবে বিতরণ ও উপকার ভোগীদের প্রশিক্ষণ সম্পর্কে আলোচনা হয়।

সঠিক সময়ে সঠিক পরিমাপে গম দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে।

ইউনিয়ন পরিষদ ও এফ.ডি.এ

১৪।

ট্যাক্স আদায়

ট্যাক্স আদায় সম্পর্কে আলোচনা করা হয়।

ট্যাক্স আদায় সন্তোষ জনক নয়। ট্যাক্স আদায়কারী ও ইউপি সদস্যগণ ট্যাক্স আদায় কাজে আরও তৎপর হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

ট্যাক্স আদায়কারী ও ইউপি সদস্যগণ

 

অতঃপর উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সাহেব সভার সমাপ্তি ঘোষণা করে

আলহাজ্ব ইকবাল হোসেন লিখন

                                                                                                                      সভাপতি

                                             ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি

স্বারক নং                                                                             তাং .......

সদয় অবগতির জন্য প্রেরিত হইল।

১। জেলা প্রশাসক ভোলা।

২। উপ-পরিচালক স্থানীয় সরকার শাখা, ভোলা।

৩। উপজেলা নির্বাহী অফিসার, চরফাসন।

৪। জনাব,..................... ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সদস্য।

fazlulkabirnilcomol@gmail.com